মৌলভীবাজারে কখন কোথায় বিদ্যুতের লোডশেডিং থাকবে !



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহর ও শহরতলীর কখন কোথায় বিদ্যুৎ থাকবে না এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ। তবে এই শিডিউল শতভাগ নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী।

বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, সার্কিট হাউজ থেকে সার্কিট হাউজ ফাটাবিল ও কোর্ট রোড এলাকায় রাত ৯টা থেকে ১০ পর্যন্ত লোডশেডিং থাকবে।

শমসেরনগর রোড ফিডারের শমসেরনগর রোড, কাশিনাথ এলাকা, সৈয়ারপুর মাইজপাড়া, মাতারকাপন ধনশ্রী এলাকায় সকাল ৯টা থেকে ১০টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

কুসুমবাগ ফিডারের সেন্ট্রাল রোড, কুসুমবাগ, বেরিরপাড়, বড়হাট, ও জুগিডহর এলাকায় সকাল ১১টা থেকে ১২টা ও বিকাল ৩টা থেকে ৪টা এবং বিকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

পশ্চিমবাজার ও গীর্জাপাড়া ফিডারের মুসলিম কোযার্টার, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, সুলতানপুর, সাইফুর রহমান রোড, গীর্জপাড়া, সাবিয়া, চৌমুহনা এলাকায় দুপুর ১২ টা থেকে ১ টা, বিকাল ৪টা থেকে ৫টা, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

চাদঁনীঘাট ফিডারের চাদঁনীঘাট, ইসলামপুর, উত্তর মুলাইম, একাটুনা, কালার বাজার এলাকায় সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ২টা থেকে ৩টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

ডিসি অফিস ফিডারের ডিসি অফিস, বনবিথী, উত্তর কলিমাবাদ এলাকায় সকাল ৭টা থেকে ৮টা, রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত।

কাজিরগাঁও ফিডারের চুবড়া রোড, কাজিরগ্ওা, দক্ষিণ কলিমাবাদ এলাকায় রাত ১টা থেকে ২টা, সকাল ৭টা থেকে ৮টা, বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

ধরকাপন ফিডারের ধরকাপন, গোবিন্দশ্রী, শ্রীমঙ্গল রোড, সিলেট রোড, শেখের গাাঁও, হিলালপুর এলাকায় রাত ২টা থেকে ৩টা, সকাল ১০ টা থেকে ১১টা, সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

সদর হাসপাতাল ফিডারের সদর হাসপাতাল, জগন্নাথপুর, লঘুনন্দনপুর, ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় রাত ১টা থেকে ২টা, সকাল ৮টা থেকে ৯টা, সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

সোনাপুর ফিডারের বনশ্রী, বড়বাড়ী, সোনাপুর, টিবি হাসপাতাল রোড, বর্ষিজোড়া এলাকায় রাত ৩টা থেকে ৪টা, সকাল ৯টা থেকে ১০টা, সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাবিবুর বাহার বলেন, এনএলডিসি হতে লোড বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে পিডিবি মৌলভীবাজার অফিসের আওতাধীন এলাকার সম্বাব্য লোডশেডিং সিডিউল। বরাদ্দকৃত লোডের পরিবর্তন ও কারিগরী প্রয়োজনে এর পরিবর্তন হতে পারে।

Post a Comment

Previous Post Next Post