নিউজ ডেস্কঃ কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটেকি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধাত করা হয়। উদ্ধারকৃত ওই নারীটি পাগলি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক গনমাধ্যমকে জানান, সকালে স্থানীয়রা টিলাগাঁওয়ের বাঘেরটেকি এলাকায় রেললাইনের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে।
তিনি জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর মূল কারণ জানা যাবে।