কুলাউড়ায় ভূমিহীন-গৃহহীন পুর্নবাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা

 



স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক শ্রেণির ) পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।

সভা সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলায় বর্তমানে ৫২৩ টি ভূমি ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ক শ্রেণির) আওতায় উপজেলার ভাটেরা, বরমচাল, হাজীপুর, শরীফপুর, কর্মধা, পৃথিমপাশা, রাউৎগাঁও ও জয়চ-ী ইউনিয়নে ৩২৩ টি পরিবারকে ভূমিসহ গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। বাকি ২০০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে পর্যায়ক্রমে সরকারি খাস জমি উদ্ধারের মাধ্যমে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে আরো ১১৩টি ঘরে কাজ চলমান রয়েছে। উপজেলার কাদিপুর, কুলাউড়া সদর, ব্রাহ্মণবাজার ও ভূকশীমইল ইউনিয়নের বিভিন্ন সরকারি খাস ভূমি উদ্ধারের মাধ্যমে এসব ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, ইউপি সচিব ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post