চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল লিভারপুল



স্পোর্টস ডেস্ক: লিগ কাপের ফাইনাল ফিরে এলো ওয়েম্বলিতে। ওই ম্যাচে চেলসি হেরেছিল টাইব্রেকারে লিভারপুলের কাছে; এফএ কাপের ফাইনালেও একই ফল। আড়াই মাস আগে চেলসির হতাশা ফিরল আরও একবার।

সাডেন ডেথে ম্যাসন মাউন্টের শট লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার ফিরিয়ে দেওয়ার পর সপ্তম শটে গোল করে শিরোপার উল্লাসে মাতল লিভারপুল। জিতল তারা অষ্টম এফএ কাপ।

শনিবার ওয়েম্বলিতে এফএ কাপে ফাইনালেও নির্ধারিত ও অতিরিক্ত সময় গোল পায়নি লিভারপুল ও চেলসি। এই জয়ে ইয়ুর্গেন ক্লপের দলের ‘ডাবল’ হয়ে গেল। কোয়াড্রুপল বা শিরোপা চতুষ্টয়ের পথে অর্ধেক পথ পাড়ি দেওয়া হয়ে গেল লিভারপুলের।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে ৩ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটির চেয়ে।

চ্যাম্পিয়নস লিগে লিভারপুল খেলবে রেকর্ড ১৩ বারের ইউরোপ সেরা প্রতিযোগিতা বিজয়ী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

Post a Comment

Previous Post Next Post