বাংলাদেশে আসার পথে ভারতে শিশুসহ সাত রোহিঙ্গা আটক



আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু কাশ্মীর থেকে চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পে ফেরার পথে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনে ছয় শিশুসহ সাত জন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন।

পশ্চিমবঙ্গ রেলওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সকালে জলপাইগুড়ি স্টেশনের ওয়ান-এ প্ল্যাটফর্ম থেকে তাদের আটক করা হয়।

যাদের আটক করা হয়েছে, তারা হলেন আব্দুল করিম, মো. হারেস, নূর ইসলাম, মনোয়ারা বেগম, সামদা বেগম, মোহাম্মদ আইয়ুব, সিরাজুল মোস্তফা, মো. আব্দুল্লাহ।

পশ্চিমবঙ্গ রেলওয়ে পুলিশ জানিয়েছে, আর্থিক স্বচ্ছলতা ফেরাতে রোহিঙ্গা নাগরিকরা অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে পড়েন।

তারা জম্মু কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ হয় প্রথমে আসাম সেখান থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ফেরার চেষ্টা করছিল তারা। এরপর কিছুদিন তারা ছিলেন হরিয়ানা মেওয়াটে, কিছুদিন নয়াদিল্লির উত্তর নগরে।

কিন্তু অন্যরা তাদের রোহিঙ্গা পরিচয় জেনে যাওয়ায় তারা কোনো কাজই পাচ্ছিলেন না। তাই সেখান থেকে চলে যান জম্মু-কাশ্মীরে। সেখানেও একই সমস্যার সম্মুখীন হলে তারা বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। ট্রেনে তারা দিল্লি আসেন।

পরে নজরদারি এড়াতে বাসে প্রথমে উত্তরপ্রদেশের মুজফফরনগর, পরে শিলিগুড়ি আসেন তারা।

শিলিগুড়ি থেকে ট্রেনে শনিবার ত্রিপুরা উদ্দেশ্যে রওনা দেয় তারা। ত্রিপুরার ধর্মনগর থেকে দালাল মারফত সীমান্ত অতিক্রম করার কথা ছিল তাদের।

পুলিশ বলছে এদের মধ্যে তিনজন হিন্দি ভাষায় বেশ সাবলীল।

তাদের গ্রেপ্তারের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা করেছে পুলিশ। শনিবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

Post a Comment

Previous Post Next Post