নিউজ ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম উজ্জ্বল মিয়া (২৪)। তিনি উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের মৃত আহাদ মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বরে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি গাড়িতে উঠছিলেন চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের কবির মিয়া। এসময় তার একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল উজ্জ্বল মিয়া। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে ধরে ফেলে।
ওসি সালেহ আহমেদ জানান, এ ঘটনায় মোবাইল ফোনের মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
