ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

 



কুলাউড়া প্রতিনিধি: আউলিয়া শাহ সুফি হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা হাসানুজ্জামান হাসান সাহেব এর রোগমুক্তি কামনায় খতমে কোরআন, প্রবাসী সংবর্ধনা, দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল সম্পন্ন।

১৮ রামাদ্বান বুধবার বিকেলে ৪ ঘটিকায় কুলাউড়া উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ কুলাউড়া এর উদ্যোগে গৌড়করণ হযরত ছাতাপীর রহঃ ছাহেব বাড়ী মাদ্রাসা কমপ্লেক্সে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম এর সভাপতিত্বে ও সাইফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ীর সাধারণ সম্পাদক কাজী মাও মুফতী মইনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আছদ আলী মুরুব্বি, সিনিয়র সহসভাপতি শওকত হোসেন শিবলু, সাধারণ সম্পাদক হেলাল আহমদ। 

সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান আহমদ, বিশকুটি ছাহেব বাড়ী জামে মসজিদের খতিব মাওঃ ছালিক উদ্দিন, স্মৃতি পরিষদের  সহ-সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, মাওঃ সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওঃ জাকির হুসেন হানাফি, কাদিপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদী হাসান সাঈদ, ভুকশিমইল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আবির আহমদ, সহসাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রহিম আহমদ, স্মৃতি পরিষদের সদস্য আব্দুর রহমান আব্দুল্লাহ প্রমুখ।

এসময় স্মৃতি পরিষদের উদ্যোগে জালালাবাদ অ্যাসোসিয়েশন আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদ আহমদ নুর, কমিউনিটি নেতা মাতাব আলী, আব্দুল খালিক শাকুর, শেখ জালাল উদ্দিন বাপ্পী, দেলওয়ার হোসেন ইমন ও রুবেল আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ। 

Post a Comment

Previous Post Next Post