স্টাফ রিপোর্টার: করোনার কারণে দুই বছর ঈদের জামাত বন্ধ থাকার পর আগামী ঈদের জামাত খোলা মাঠে অনুষ্ঠিত হবে। ঈদের জামাত আদায়ে মুসল্লিদের জন্য এতদ অঞ্চলের সর্ববৃহত ও দৃষ্টি নন্দন ঈদগাহ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি সম্প্রসারিত ঈদগাহে প্রথম ঈদের জামাত আদায়ের প্রস্থুতি উপলক্ষে ঈদগাহের সম্মুখে সৈয়দ শাহ্ মোস্তফা সড়কে আলোক সজ্জার কাজ চলছে।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের নামাজ আদায় হবে সকাল সাড়ে ৬ টায়, সাড়ে ৭ টায় ও সাড়ে ৮ টায়।
তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে পৌর এলাকার মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। এজন্য প্রায় অর্ধশতাধিক মসজিদ ঈদ জামাতের জন্য প্রস্তুত রয়েছে।
সকাল ৬.৩০ ঘটিকায় ১ম জামাতে ইমামতি করবেন টাউন দেওয়ানী মসজিদের খতিব ও ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত সৈয়দ শাহ্্ মোস্তফা দরগা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ মির্জা শামিম আহমদ বেগ।
সকাল ৭.৩০ ঘটিকায় ২য় জামাতে ইমামতি করবেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব আছাদ উদ্দিন আহমদ চৌধুরী।
সকাল ৮. ৩০ ঘটিকায় ৩য় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি শামছুদোহা, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন দর্জির মহল জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ হাম্মাদ বিল্লাহ।