অসুস্থ আ.লীগ নেতা আক্তার হোসেইনকে দেখতে গেলেন এমপি হাবিব



সিলেট প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যায় কুচাই ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেইনকে দেখতে উনার বাড়ীতে যান সিলেট জেলা আওয়ামিলীগের নির্বাহী সদস্য ও সিলেট-৩ আসনের নির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব।

এসময় তিনি অসুস্থ ৪ নং কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেইনর শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং রোগ মুক্তি কামনা করেন।

গত ৩০ মার্চ বুধবার দিবাগত রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৪ নং কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেইন, বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে সঙ্গে সঙ্গে  পরিবারের লোকজন তাকে নগরীর জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পরীক্ষা নিরীক্ষার পর হার্ট এ্যাটাক হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। প্রায় ৭ দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে  তাকে বাসায় নিয়ে আসা হয়।

অসুস্থ ৪ নং কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেইনকে দেখতে আরও সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা , কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আওয়ামীলীগ নেতা বদরুল আলম, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিক, ৪ নং কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া সহ আরও অনেক আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

অসুস্থ আ.লীগ নেতা আক্তার হোসেইন সবার কাছে দোয়া চেয়েছেন।

Post a Comment

Previous Post Next Post