বিশ্বের মোট ইলিশের ৮০ শতাংশ উৎপাদিত হয় বাংলাদেশে



নিউজ ডেস্কঃ চলতি বছর বিশ্বে মোট উৎপাদিত ইলিশের ৮০ শতাংশ বাংলাদেশ উৎপাদন করেছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের যে অবস্থান তা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রীর সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে।

তিনি বলেন, যে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে তার লক্ষ্য কেউ যেনো জাটকা আহরণ, বিপণন এবং বাজারজাত না করে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সরকারি লৌহজং কলেজে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, এই ছোট ছোট জাটকা মৎস্য কর্মকর্তারা ধরতে যাবে না। এই মাছ শুধু মৎস্যজীবীরা ধরবে। এ মাছ বড় হলে তারাই কিন্ত বিক্রি করে অতিরিক্ত টাকা পাবে। এদিকে, সাধারণ মানুষ বড় মাছের স্বাদ পাবে। সুতরাং এখন যদি জাটকা নিধন বন্ধ না করা হয়, তাহলে এই জাটকা মাছগুলো ইলিশ মাছে পরিপক্ক হতে পারবে না। তাই, সবাই এক হয়ে জাটকা নিধন বন্ধে এক সঙ্গে কাজ করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন (এমিলি), বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, পুলিশ সুপার আবদুল মোমেন, জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়সহ অন্যান্যরা।

পরে লৌহজং ভূমি অফিস ঘাট থেকে পদ্মা নদীতে এক বর্ণাঢ্য নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, ঢাকার দোহার, মাদারীপুরের শিবচর ও শরিয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদেরগঞ্জের জেলেরা ওই নৌ র‍্যালিতে অংশ নেন।

প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে।

Post a Comment

Previous Post Next Post