কুলাউড়া পানপুঞ্জি এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পানপুঞ্জি এলাকায় ৩০ মার্চ বুধবার রাত সাড়ে ৮টায় সিরাজ মিয়া (৩৬) নামক এক যুবকের লাশ পাওয়া গেছে। নিহত সিরাজ কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ফিরোজ আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, ইছাছড়া পানপুঞ্জির মিশনের কাছে আন্ডরখালে রাত ৭টায় লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়।

নিহতের পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, সিরাজ মিয়া বিভিন্ন পানপুঞ্জি থেকে কলা কিনে এনে বাজারে বিক্রি করতো। প্রতিদিনের মতো বুধবার সকালে পানপুঞ্জি থেকে কলা এনে স্থানীয় জামরতল বাজারে রেখে আবার পানপুঞ্জির উদ্দেশ্যে চলে যায়। রাতে ইছাছড়া পানপুঞ্জির খৃস্টিয়ান মিশনের নিচে আন্ডরখালে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, খবর পেয়ে তিনি স্বয়ং ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত ফিরে এসে জানাবেন। -  এইবেলা

Post a Comment

Previous Post Next Post