স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান। গেল ২০২১ সালের ৩১ ডিসেম্বর অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল তাঁর চাকুরী জীবনের সমাপ্তি ঘটায় অবসরগ্রহণ করেন।
তিনি গত ৩০ ডিসেম্বর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান এর কাছে অধ্যক্ষের দায়িত্বভার হস্তান্তর করে তাঁর শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটান।
কুলাউড়া পৌর শহরের কাসিমনগর নিবাসী অধ্যক্ষ (ভার.) মো. আব্দুল হান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে এমএ ও এলএলবি সম্পন্ন করে ১৯৯৫ সালে উপজেলার ভাটেরা স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগের প্রভাষক পদে নিয়োগ লাভ করে শিক্ষকতা জীবন শুরু করেন।
চাকুরীকালীন সময়ে কুলাউড়া কলেজের উপাধ্যক্ষের পদ শূন্য হলে ২০০৬ সালে তিনি ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ থেকে পদত্যাগ করেন ও কুলাউড়া সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগ লাভ করে যোগদান করেন।
গেল বছরের ৩০ ডিসেম্বর সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল অধ্যক্ষ পদ থেকে অবসরগ্রহণ করায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেয়ার পর তিনি নতুন বছরের ১ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কর্মদিবস শুরু করেন। প্রথম কর্মদিবসে অধ্যক্ষ (ভার.) মো. আব্দুল হান্নানকে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে বরণ করেন।