নিউজ ডেস্কঃ শুক্রবার বিকেলে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে উৎসবে প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ আরও অনেকে।
শুক্রবার উদ্বোধনী দিনে ঢাকার নাট্যদল মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক শ্রাবণ ট্রাজেডি। এছাড়া আগামী ছয় জানুয়ারি পর্যন্ত পরিবেশিত হবে ঢাকার লোক নাট্যদলের কুঞ্জুস, প্রাচ্য নাট্যদলের কইন্যা, প্রাঙ্গণে মোর নাট্যদলের হাছনজানের রাজা, শব্দ নাট্যচর্চা দলের চম্পাবতী, বাংলাদেশ পুলিশ থিয়েটারের অভিশপ্ত আগস্ট ও হবিগঞ্জের জীবনসংকেত নাট্যদলের জ্যেতিসংহিতা।
উদ্বোধনী দিনে প্রচুর সংখ্যক দর্শক নাটক দেখতে আসে। অডিটোরিয়াম কানায় কানায় ভরপুর ছিল। আয়োজকরা জানান, দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই এই উৎসব আয়োজন করা হয়েছে।
এছাড়াও আয়জনে রয়েছে উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বাউল গানসহ সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমান প্রদর্শনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী ও বইমেলা।