‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা’ পেলেন সফি আহমদ

 


নিউজ ডেস্কঃ পুলিশ সপ্তাহ ২০২০ এ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা’ পদকে ভূষিত হয়েছেন আত্মমানবতার সেবায় মানবিক পুলিশিং’র জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের নায়েক কুলাউড়া'র কৃতি সন্তান সফি আহমদ।

২৩ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন ভার্চুয়ালি এই “রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম-সেবা” মানবিক পুলিশিং এর জন্য সফি আহমদকে প্রদান করেন।

করোনা মহামারী কালীন সময়ে অসুস্থদের সেবা চিকিৎসা, হাসপাতালে স্থানান্তর, মৃতদের দাফন কাফন সম্পন্ন, এসএমপির ঊর্ধ্বতন অফিসারদের সার্বিক দিক নির্দেশনা মানবিক পুলিশিং কার্যক্রমে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী এবং সিলেট মহানগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আর্থিক কল্যাণ- সাহায্য সমূহ মানবিক টিম সিলেট "বীর হিরো ও মানবিক টিম সিলেট " সংগঠনের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের ত্রাণ ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া, করোনা আক্রান্তদের প্লাসমা সেল সরবরাহ করা, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা করে চিকিৎসার্থে দেয়া, সর্বোপরি এসএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ'র সার্বিক দিক নির্দেশনা, সহযোগিতা এবং তত্ত্বাবধানে পুলিশ ব্লাড ব্যাংক এর মাধ্যমে সিলেট মহানগরীসহ বিভিন্ন এলাকার মানুষের জরুরী প্রয়োজনে ডোনার এর মাধ্যমে রক্তদান কর্মসূচি অব্যাহত রাখাসহ সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনের মাঝে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করায় স্বীকৃতি স্বরুপ এই পদক অর্জন করেছেন সফি আহমদ।





    

Post a Comment

Previous Post Next Post