কুলাউড়ায় রেস্তোরা এবং দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় মামলায় ১৯ হাজার নয় শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার রবিরবাজার ও পৌর শহরের বিভিন্ন রেস্তোরা এবং দোকানে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুলাউড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার রবিরবাজারে তিনটি ফার্মেসীকে ড্রাগস আইনে এবং বিকেল সাড়ে তিনটার দিকে কুলাউড়ার পৌর শহরের কয়েকটি রেষ্টুরেন্টে টিকা সনদ যাচাই ছাড়া খাবার পরিবেশন ও কনফেকশনারীতে স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ১৯ হাজার নয় শত টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ রোধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি না মানায় গত রোববার পৌর শহরে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





     

Post a Comment

Previous Post Next Post