স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক সেবামূলক সামাজিক সংগঠন এপেক্স বাংলাদেশের ১৮ তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর ২০২২ বর্ষের ক্লাব বোর্ড গঠন করা হয়েছে।
এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর ১১ তম বার্ষিক সাধারণ সভা গত ৩ নভেম্বর ২০২১, বুধবার সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে কুলাউড়াস্থ ডিলাইট ষ্টেক হাউস হল রুমে ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান শফিউল আলম সৌরভ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ২০২২ বর্ষের বোর্ড গঠন পর্বে নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৪ এর গর্ভনর এপেক্সিয়ান সাহেদুর রহমান সাহেদ, সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর লাইফ মেম্বার এপেক্সিয়ান এ.এফ এম ফৌজি চৌধুরী ও এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান আদিল হোসেন এবং জাতীয় বোর্ড কর্তৃক প্রেরিত অবজারভার এর দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউর পিপি ও জাতীয় বোর্ডের ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান মোহাম্মদ আব্দুল আজিজ। পরবর্তীতে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর ২০২২ বর্ষের বোর্ড মেম্বারবৃন্দদের নাম ঘোষণা করেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর লাইফ মেম্বার এপেক্সিয়ান উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো।
বোর্ড মেম্বারবৃন্দরা হলেন প্রেসিডেন্ট এপেক্সিয়ান সোহেল আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ আব্দুল বাছিত, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ আব্দুল জলিল, আই. পি. পি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেক্সিয়ান শফিউল আলম সৌরভ, সেক্রেটারী এন্ড ডি.এন. এডিটর এপেক্সিয়ান মোহাম্মদ জুবায়ের আহমদ সোহেল, ট্রেজারার এপেক্সিয়ান পান্না চন্দ্র নাথ, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান প্রশান্ত দেব নাথ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ মাহমুদুর রহমান কবির, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুল মুহিত বাবলু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান আলতাফ হোসেন সুমেল,সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান রাসেল আহমদ। উক্ত সভায় আরো যারা উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর লাইফ মেম্বার এপেক্সিয়ান উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, জেলা ৪ এর ডিএস এপেক্সিয়ান নাজমুল হুদা, ক্লাব পিপিবৃন্দ এপেক্সিয়ান তোফায়েল আহমেদ ডালিম, এপেক্সিয়ান শহীদুল ইসলাম তনয়, এপেক্সিয়ান শাহীন আহমদ, এপেক্সিয়ান শরীফ আহমদ, এপেক্সিয়ান সুরমান আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন এক্টিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেক্সিয়ান সেলিম আহমদ, এপেক্সিয়ান আশীষ আচার্য্য অপু, এপেক্সিয়ান ডাঃ শিবনাথ ভট্টাচার্য্য জনি প্রমুখ।