স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ১৯৯৫ ব্যাচের উদ্যোগে ব্যাচের অন্যতম সদস্য আব্দুল মুক্তাদির মনু ৫ম বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়ার একট রেষ্টুরেন্টে সিতাংসু কুমার সুমিতের সৌজন্যে আয়োজন করা হয়। ব্যাচের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল কবীর রুহেলর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ। আরো উপস্থিত ছিলেন ব্যাচের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দেব, জাহাঈীর আলম সুমন, সংবর্ধিত আব্দুল মুক্তাদির মনু, আব্দুর জব্বার, লতিফ খান আলতা, সিতাংসু কুমার সুমিত, তপন কুমার দেব, নুরুল ইসলাম মঞ্জু, মোঃ তাজুল ইসলাম, রুকর আহমদ, লিটন সাকি, খোকন আবু সাহেদ, সাইফুল ইসলাম রাজু, স্বপন কুমার দাস, দূগা প্রসাদ ভুট্টচার্য্য মিংকু প্রমূখ। অনুষ্ঠানে লিটন সাকির গানে মুগ্ধ করে তুলে অনুষ্ঠান স্থল।