টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস



নিউজ ডেস্কঃ দেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে নিষিদ্ধ দুটি কোনাজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

পরে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালগুলোর মূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরের নির্দেশে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও হাওরের দায়িত্বে থাকা কমিউনিটি গার্ডের সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত হাওর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে মাছ ও পাখি শিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Post a Comment

Previous Post Next Post