বৈধ উপায়ে গ্রিসে শ্রমিক পাঠাতে ফেব্রুয়ারিতে সমঝোতা স্মারক: প্রবাসী কল্যাণ মন্ত্রী

 



নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, চলতি মাসেই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার।

একইসাথে বৈধ উপায়ে গ্রিসেও শ্রমিক পাঠাতে আগামি ফেব্রুয়ারির মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে।

শুক্রবার রাতে সিলেটে এক জরুরী সংবাদ সম্মেলনে মন্ত্রী এমন তথ্য দেন।

মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। দুয়েকদিনের মধ্যে কাগজপত্র আসলে শ্রমবাজার চালুর চূড়ান্ত দিন তারিখ জানা যাবে।

বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য এই শ্রমবাজার উন্মুক্ত হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকের সংখ্যা নিয়ে আগের থেকে আরও ভালো খবর আসবে।

এদিকে ইউরোপের শ্রমবাজার নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈধ উপায়ে গ্রিসে শ্রমিক পাঠাতে আগামি ফেব্রুয়ারির মধ্যে সমঝোতা স্বারক সই হতে পারে।

তিনি অবৈধ পন্থায় প্রবাসে না যেতে সবার প্রতি অনুরোধ জানান।

Post a Comment

Previous Post Next Post