কুলাউড়ায় ৪দিন ব্যাপী বিজয়মেলার বর্নাঢ্য উদ্বোধন

 



নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ১৩ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৬টায় ৪দিনব্যাপী বিজয় মেলার বর্নাঢ্য উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, অনারারী কনস্যুলার শিকাগো মনির আহমদ চৌধুরী, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা বিএনপি সভাপতি পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, সিপিবি কেন্দ্রীয় নেতা খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post