মাস্টার্স শেষপর্বের ফরম পূরণ শুরু ২৬ ডিসেম্বর

 



নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষপর্বের আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বুধবার (২২ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর। 

এছাড়া ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথমবর্ষ পরীক্ষা আগাামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ২৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষা বিষয়ক ওয়েব সাইটে  পাওয়া যাবে।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে ২৯ জানয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। দুপুর একটার পরিবর্তে দেড়টা থেকে শুরু হবে বলেও জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post