বড়লেখায় অসচ্ছল বিধবার পরিবারকে ব্যাটারী চালিত অটোরিকশা প্রদান



স্টাফ রিপোর্টারঃ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম দক্ষিণভাগ গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে নিহত জহুর উদ্দিন জড়াইয়ের বিধবা স্ত্রী ও সন্তানের জীবিকা নির্বাহের ব্যবস্থা নিতে পাশে দাঁড়িয়েছে দক্ষিণভাগ ইউপির কাতার প্রবাসীদের মানবিক সংগঠন ‘আল ইহ্সান সমাজকল্যাণ সংস্থা’। সংস্থার নেতৃবৃন্দ ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ওই অসচ্ছল পরিবারকে ব্যাটারী চালিত একটি আটোরিকশা প্রদান করেছেন। বিধবার পরিবারের পক্ষ থেকে রিকশা গ্রহণ করেন নিহতের ছোটভাই আলা উদ্দিন।

আল ইহ্সান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসী সংস্থার সহসভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে তরুণ ক্রিড়া ভাষ্যকার এবি সিদ্দিকী দুলালের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ মোহাম্মদিয়া টাইটেল মাদ্রাসা টিলাবাজারের মুহতামিম মাওলানা কাওছার আহমদ, ইউপি সদস্য আমিনুল হক, মুহিবুর রহমান কামাল, রিয়াজুন নেছা, আল ইহ্সানের সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান লুলু, সমাজসেবক আব্দুল বাছিত, মাওলানা মো. আনোয়ার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক, আব্দুর রশিদ রাজু, নাজিম উদ্দিন, রিয়াজুল ইসলাম, পরিবারের পক্ষে রিকশা গ্রহণ করেন আলা উদ্দিন। 

Post a Comment

Previous Post Next Post