স্টাফ রিপোর্টার: কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় রেলওয়ে ক্লাবে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কুলাউড়া পৌরসভার ৪.৫.৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা (মনি)।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডাঃ হাফিজুর রহমানের সভাপত্বিতে ও রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক নাজমুল বারী সোহেল, রেলওয়ে শ্রমিক লীগের সহ সভাপতি আজন আহমেদ, শ্রমিক নেতা মুজিবুর রহমান, সাংস্কৃতিক কর্মি রিটন শাকি প্রমুখ।
১৬ ই ডিসেম্বর সকালে বিজয় দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে রেলওয়ে সরকারি চাকরিজীবির সন্তানদের ও আশপাশের শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বড়দের মধ্যে কুইজ প্রতিযোগিতা এছাড়া রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে থেকে দুই জন মুক্তিযোদ্ধা ডাঃ হাফিজুর রহমান ও গেদু মিয়াকে সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা কাউন্সিল তাসলিমা সুলতানা মনি বলেন আমরা আজকের এইদিনে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরন করি, যে সকল মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি। শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের সংস্কার করার কথার জবাবে কাউন্সিলর বলেন আমি পৌরসভার মেয়র মহদোয়ের সাথে আলাপ করে ইনশাআল্লাহ আপনাদের দাবি পূরণের চেষ্টা করবো।