সায়েক আহমেদ মেম্বার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত



হিফজুর রহমান তুহিন: কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী সায়েক আহমেদ সমর্থনে ৩ ডিসেম্বর  শুক্রবার রাত ৮টায়  নিজ বাড়ীতে এক বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আব্দুর রহিম (আদিম মিয়ার) সভাপতিত্বে, লেখক, কবি হিফজুর রহমান তুহিনএর পরিচালনায় স্বাগতিকক বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের মেম্বার সায়েক আহমেদ তিনি বক্তব্যতে সবাইকে  সালাম/আদাব, শুভেচ্ছা জানান। নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য সবার মতামত নেন এসময় সবাই, এক সুরে নির্বাচনে প্রার্থী হবার জন্য মতামত প্রকাশ করেন। সায়েক আহমেদ মেম্বার এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন উনার চাচা মুন্সিবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান, উনার চাচা বিশিষ্ট ব্যবসায়ি জহির উদ্দিন আহমদ।

সমাপনি বক্তব্যতে সায়েক আহমেদ বলেন আপনারা একবার আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের ভোটের আমানত রক্ষা করতে সর্বাথক চেষ্ঠা করছি। আমি মেম্বার হয়ে নিজের জন্য কিছু করিনি, আমার পরিবারের জন্য  কিছু করিনি। যা করেছি আপনাদের জন্য করেছি। যা পেয়েছি  কোটা অনুসারে বন্টন করে দেয়েছি। বয়স্ক ভাতা বিধবা ভাতা বা অন্যান্য ভাতা হতে কার কাছ কোন টাকা পয়সার লোভ করিনি, এমনি ইউনিয়নে যারা ভাতা, চাল ইত্যাদি নিতে আসতে অসহায় গরিব তাদেরকে যাতায়াত বাড়া পর্যন্ত দিয়েছি। আমার ওয়ার্ডের মানুষের শান্তি প্রতিষ্ঠায় আমি দিন রাত কাজ, রাস্তাঘাট, স্কুল, সাঁকু ইত্যাদি সরকারি কাজে সহায়তা করেছি, শুধু তাই নয় আমার ছোট ভাই সায়েদ মানুষের কল্যানে সবসময় পাশে দাড়িছে, আমি একলা একজন জনপ্রতিনিধি হয়েও বাস্তবে আমরা দুই ভাইকে কাজ করতে হয়েছে। আপনাদের শান্তি প্রতিষ্ঠারর লক্ষে। মানুষ মাত্র ভুল আছে আমি সেই ভূলে উর্ধ্বে নয়। মনের অজান্তে ভুল হলে ক্ষমা করে দিবেন।আমাকে এবারও ভোট দিয়ে ইউনিয়নে অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দিন।

এছারা সময় বিভিন্ন বক্তারা দিকনির্দেশনা বক্তব্য তুলে ধরেন মতবিনিময় সভায়।

Post a Comment

Previous Post Next Post