ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

 



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্যালয় হল রুমে সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেব নাথ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা সোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয় মৌলভীবাজার জেলায় আগামী ১১ ডিসেম্বর থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পইনে জেলায় মোট ২ লাখ ৭৫ হাজার ৫৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে রয়েছে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ২৩১ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লাখ ৪৫ হাজার ৮শ ২২ জন শিশু। জেলার ৭ উপজেলার ৬৭ ইউনিয়ন ও পৌরসভাসহ এ কর্মসূচী পালিত হবে। ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করবেন ২৪২ জন স্বাস্থ্য সহকারী, ২৪২ জন পরিবার কল্যাণ সহকারী ও ৯ জন টিকাদান কর্মী।

সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে নানা তথ্য ও ভিডিও চিত্র উপস্থাপন করেন ডাঃ মাহি। ওরিয়েন্টেশন সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post