প্রধানমন্ত্রীর সাথে অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ কুলাউড়াবাসীর



স্টাফ রিপোর্টারঃ লাল সবুজের পতাকা হাতে প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করেন কুলাউড়ার প্রায় পাঁচ হাজার মানুষ। কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শপথ পাঠে অংশ নেন তারা। এসময় বিজয়ের আনন্দে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমান্ত্রীর সাথে সাথে একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ নেন তারা। প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীনিবিদ, পেশাজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।



বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় অন্যান্য জায়গার মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুলাউড়ার নানা শ্রেণি-পেশার মানুষকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্কাউট সম্পাদক মো. সোহেল আহমদের পরিচালনায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, উপজেলা স্কাউটস সদস্যসহ নানা শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ শপথে অংশগ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত ভৌমিক।

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ

‌‌‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না— দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো।

মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

এসময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post