নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাব্বির আহমদ (১৮) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার হাজীপুর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের উত্তর পাবই গ্রামে ক্যারাম খেলা নিয়ে মঙ্গলবার দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বির একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাব্বির গুরুতর আহত হয়। আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সাব্বিরের মৃত্যু হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে দুই নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।