স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরো ৩ প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টার পর নির্বাচন আচরণবিধি তদারকিতে উপজেলার জয়চন্ডী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সজল ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কুলাউড়া থানা পুলিশের সদস্যরা তাদের সঙ্গে ছিলেন।
এসময় নির্বাচন আচরণবিধি (দেয়াল ও যানবাহনে পোস্টার লাগানো, অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প, বিল বোর্ড স্থাপন, যানবাহনে স্টিকার থাকা) লঙ্ঘনের দায়ে জয়চন্ডী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রব মাহাবুবকে ৮ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরুকে (আনারস) ৫ হাজার টাকা, ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতাউর রহমান (মোরগ)কে ২ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বরমচাল ইউনিয়নে দুজন চেয়ারম্যান ও দুজন মেম্বার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা বলেন, জেলা প্রশাসক স্যার ও ইউএনও স্যারের নির্দেশে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া আচরণবিধি মানতে প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।