সেলিম আহমেদঃ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবীর হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর ৪৪ তম বার্ষিক ওরশ মাহাফিল ১লা (৩রা) অগ্রহায়ণ ১৪২৮ বাংলা, ১৮ ই নভেম্বর ২০২১ ইং, ১২ ই :রবি সানি :১৪৪৩ হিজরী রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ।
পীরে কামিল হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর ইছালে হওয়ার উপলক্ষে বার্ষিক ওরশ ১ লা অগ্রহায়ণ প্রতি বছরেই এই ওরশ মাহফিল পালিত হয় ।
ঐতিহ্যবাহী এই ওরশ মাহাফিলে উপজেলার মুসল্লিগন সহ বিভিন্ন ধর্মবর্ন ও পেশার হাজার হাজার মানুষ উপস্থিত হন ও পরের দিন সকালে আখেরি মোনাজাত ও দোয়া শেষে তবরুক বিতরণ করা হয়।