কুলাউড়ায় হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর ৪৪তম বার্ষিক ওরশ



সেলিম আহমেদঃ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবীর হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর ৪৪ তম বার্ষিক ওরশ মাহাফিল ১লা (৩রা) অগ্রহায়ণ ১৪২৮ বাংলা, ১৮ ই নভেম্বর ২০২১ ইং, ১২ ই :রবি সানি :১৪৪৩ হিজরী রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ।

পীরে কামিল হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর ইছালে হওয়ার উপলক্ষে বার্ষিক ওরশ ১ লা অগ্রহায়ণ প্রতি বছরেই এই ওরশ মাহফিল পালিত হয় ।

ঐতিহ্যবাহী এই ওরশ মাহাফিলে উপজেলার মুসল্লিগন সহ বিভিন্ন ধর্মবর্ন ও পেশার হাজার হাজার মানুষ উপস্থিত হন ও পরের দিন সকালে আখেরি মোনাজাত ও দোয়া শেষে তবরুক বিতরণ করা হয়। 

Post a Comment

Previous Post Next Post