দুবাইয়ে ব্রেন স্ট্রোক করে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু



স্টাফ রিপোর্টারঃ দুবাইয়ে ব্রেন স্ট্রোক করে আলমাছ মিয়া নামের এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি।

নিহত আলমাছ মিয়া কুলাউড়া উপজেলার ভূকশিম‌ইল ইউনিয়নের মদনগৌরি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে । তিনি দীর্ঘ ৮ বছর থেকে দুবাইয়ে অবস্থান করছেন । আলমাছ মিয়ার অকাল মৃত্যুতে পরিবার এবং দেশটির বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আলমাছ মিয়ার ভাই কনাই মিয়া জানান, পরিবারের বড় ছেলে ছিলেন আলমাছ। তার উপার্জনেই পরিবারের ভরণপোষণ চলত। পরিবার নিয়ে অনেক স্বপ্ন ছিল আলমাছের‌। কিন্তু অকাল মৃত্যুতে আর স্বপ্ন নিয়ে ফেরা হল না আলমাছের‌।

Post a Comment

Previous Post Next Post