‘সুন্নতি’ চুল কাটার নির্দেশ দিয়ে বিপাকে চেয়ারম্যান



নিউজ ডেস্ক: চুল কাটার ক্ষেত্রে ‘সুন্নতি কাটিং’, ডিফেন্স বা আর্মিকাটিং ব্যতীত অন্য কোনো কাটিং দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নোটিশ দিয়ে বিপাকে পড়েছেন ভোলার চরফ্যাসনের ১৪ নং জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার।

গত সোমবার (২৫ অক্টোবর) জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এই নোটিশ ইউনিয়নের বিভিন্ন বাজারের সব সেলুনে টাঙিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ২৫ অক্টোবর জাহানপুর ইউনিয়নের বিভিন্ন বাজারের সেলুনে চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে, ১৪নং জাহানপুর ইউনিয়নের সকল সেলুন দেকান মালিক ও কারিগরদের দৃষ্টি আকর্ষণ করছি যে, সুন্নতি কাটিং, ডিফেন্স/আর্মি কাটিং ব্যতীত অন্য কোনো কাটিং দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ওই নোটিশ নিয়ে সোস্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠলে চেয়ারম্যান নোটিশের জন্য দুঃখ প্রকাশ করে বুধবার (২৭ অক্টোবর) বিকেলে নোটিশটি প্রত্যাহার করা হয়েছে বলে ফেসবুকে নিজ আইডি থেকে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেছেন, ‘সেলুনে যে নোটিশ দিয়েছি তা আইনি প্রক্রিয়া বর্হিভূত হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী। কিছু মুরুব্বির কথায় দিয়েছিলাম। তুলে নিয়েছি নোটিশ।’

যদিও এই প্রতিনিধির কাছে নোটিশ জারির কথা অস্বীকার করে তিনি বলেছেন, ‘কে বা কাহারা তার সিল-স্বাক্ষর জাল করে বাজারের দোকানে দোকানে বিতর্কিত ওই নোটিশ টানিয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, এমন নোটিশ জারির এখতিয়ার তার (ইউপি চেয়ারম্যান) নেই। তিনি জনগণের ব্যক্তিস্বাধীনতা খর্ব করেছেন।

Post a Comment

Previous Post Next Post