কুলাউড়ায় গণঅনশন অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 



এইচ ডি রুবেল: কুলাউড়ায় সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষনা দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানিয়ে গণঅণশন অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখা আয়োজনে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির সভাপতি বিচিত্র রঞ্জন দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরা দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. রজত কান্তি ভট্টাচার্য্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. বিজয় কৃষ্ণ দাস, ডাঃ অরুনাভ দে, যাদবেন্দ্র রায় যাদু,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন।

এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুশিল দে, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য রন্যজিত চক্রবর্তী,যুুগ্ন সম্পাদক বিপুল বর্ধন,সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি দে, কোষাধ্যক্ষ জুতি বিকাশ দেব, আইন বিষয়ক সম্পাদক রাজেশ সিংহ, প্রচার সম্পাদক অশোক চন্দ, সিটিএসের সেবায়েত ভক্তিস্বরুপ দামোদর মহারাজ, সমাজ সংস্কারের সম্পাদক বিশ্বজিৎ দাস, ডাঃ হেমন্ত পাল, টিএসএসের সম্পাদক সুজিত দে, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি কান্ত দেব, প্রভাষক জয়ন্ত দেবনাথ, ইউপি মেম্বার সত্য বাবু, বিমল দাস প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলার ভিবিন্ন ইউনিয়নের সভাপতি/সম্পাদক মধ্যে রজত চক্রবর্তী,অন্জন চক্রবর্তী, প্রদীপ মল্লিক, মোরালী ধর গোয়ালা, কৃপাময় শীল, বিরেন্দ্র বৈদ্য, মাধব চক্রবর্তী, শম্ভু লাল চন্দ, প্রদীপ মল্লিক, ছাত্র ঐক্য পরিষদের শংকর রন্ধন কর, টিপু চন্দ রাজ, অমিত মল্লিক সহ আরো অনেকে।

Post a Comment

Previous Post Next Post