কুলাউড়ায় সাবেক চেয়ারম্যান ও সিপিবি নেতা দুইজনের বিএনপিতে যোগদান

 



আজহার মুনিম শাফিন: মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দুই নেতা । একজন টিলাগাঁও ইউনিয়নের  ৫ বারের সাবেক চেয়ারম্যান সৈয়দ মহিউদ্দিন হুসেন ও অন্যজন বাম রাজনীতিক ডাঃ কেরামত আলী।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে পৌর শহরের স্টেশন চৌমুহনীস্থ কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত যোগদান সভায় দলীয় সদস্য ফরম পুরনের মাধ্যমে তাদের ফুলদিয়ে তাদের  বরন করেন বিএনপি নেতারা।



সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায়  বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের যুগ্ম আহবাহক অ্যাডভোকেট আবেদ রাজা, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইছহাক সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমএ মজিদ, সহ- সভাপতি রেদোয়ান খান, আকদ্দছ আলী, হাজী রফিক মিয়া ফাতু, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, আব্দুস সালাম, চেয়ারম্যান জুনাব আলী, সহ সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হুসেন,ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক জুবায়ের আহমেদ নেপুর, বিএনপি নেতা মইন উদ্দিন আকবর, আব্দুল মুনিম ডেনি, কামরুল ইসলাম পাখি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



অনুষ্ঠানে বক্তরা বলেন, গোটা ১৭ কোটি মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে, অগ্রসর হওয়া ছাড়া আর কোনো পথ নেই । দেশ-জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে।মানুষ এদেশের রাজনীতিতে বিত্রস্ত বোধ করছে।রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক কর্মকান্ড শুনলেই মানুষ মনে করে দুষ্ট লোকের কাজ, এখান থেকে রাজনীতিকে উদ্ধ্বার করতে হলে রাজনিতিবিদ্দের মধ্যে ও রাজনৈতিক কর্মকান্ডে গুনগত পরিবর্তনের প্রয়োজন। সকল দলকে হিংসা বিদ্ধেস পরিহার করে সুষ্ট রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে নজর দিতে হবে।

 

Post a Comment

Previous Post Next Post