বড়লেখায় ৩টি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

 



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাঠালতলী বাজারে এই অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় মৌলভীবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।

আদালত জানান, যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনিবন্ধীত ওষুধ রাখা ও অপরিচ্ছন্নভাবে ওষুধ সংরক্ষণ করা এবং লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে উপজেলার কাঠালতলী বাজারের এনসিএম ফার্মেসি, অভিষেক ফার্মেসি ও মিতা ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী তিনটি ফার্মেসিকে জরিমানার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post