ফ্রান্সে এক বছরের কম সময়ে বন্ধ প্রায় ৩০ মসজিদ



আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের এবং তাদের উপাসনালয়ের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে ফ্রান্সে ২০২০ সালের নভেম্বর থেকে পরিদর্শন করা ৮৯টি মসজিদের এক-তৃতীয়াংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন করে আরো ছয় মসজিদ বন্ধের পরিকল্পনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, বিচ্ছিন্নতাবাদবিরোধী আইনে এসব মসজিদ বন্ধ করা হয়েছে। এই আইন প্রণয়ন করার আগে ২৪ হাজার ধর্মীয় স্থান পরিদর্শন করে ফ্রান্সের পুলিশ উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে সাড়ে ছয়শ ধর্মীয় স্থান বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, পরিদর্শনের পর এক-তৃতীয়াংশ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার কারণে এটি করা হয়েছে।

চলতি মাসেই চারটি সমিতি বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছে। ২০৫টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। দুইজন ইমামকে বহিষ্কার করার কথা জানিয়েছে ফ্রান্স সরকার।

সূত্র : আনাদোলু এজেন্সি।

Post a Comment

Previous Post Next Post