বিনোদন ডেস্কঃ একজন নামী পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী। তারা হলেন শোবিজের জনপ্রিয় জুটি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে ৷
এদিকে গুঞ্জন ছড়িয়েছে এই দুই তারকা বাবা-মা হচ্ছেন বলে ৷ গেল কয়েক মাস ধরেই এই আলোচনা উড়ে বেড়াচ্ছে শোবিজের হাওয়ায় ৷ অবশেষে এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী তিশা ৷
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'আমি আমার প্রতিটি কাজ এবং নতুন কোনো সংবাদ থাকলে আমার পেইজে আমি শেয়ার করে থাকি। ঠিক আছে, আমি অনেক দিন যাবত কাজ করছি না। তার মানে এই না যে আমি প্রেগন্যান্ট।
যারা কানাঘুষাটা করছেন তাদের বলছি, একজন অভিনেত্রী কাজ না করলেই যে তাকে প্রেগন্যান্ট বানিয়ে দেয়ার বিষয়টি খুবই আপত্তিজনক।'
কোনো সুসংবাদ কিছু থাকলে তা সময়মত নিজেই জানাবেন বলেও জানান তিনি। আপাতত এমন ভুল তথ্যের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান ৪২০ খ্যাত এই অভিনেত্রী।
কাজে হঠাৎ কেন এই দীর্ঘ বিরতি? তিশা জানান, করোনার কারণে তিনি নিজেকে ঘরবন্দী করে রেখেছেন। করোনাভাইরাসের আতঙ্ক কেটে গেলে আবারও নিয়মিত ফিরবেন কাজ করবেন।
প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে তিশার সঙ্গে চেনাজানা শুরু। ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিনের সে প্রেম ২০১০ সালে পরিণতি পায় বিয়েতে।
বিয়ের পর এই দম্পতি বেশকিছু প্রশংসনীয় কাজ করেছেন। এরমধ্যে রয়েছে- থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডুবের মতো সিনেমা।
