স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মেজর মরহুম আব্দুল গণির স্মরনে ব্রাহ্মনবাজার সুশীল সমাজের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
১৭ আগষ্ট মংগলবার বিকেলে মির্জাপুর গ্রামে গণি নিবাসে আয়োজিত অনুষ্টানে ব্রাহ্মনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফজলুল হক দেওয়ানের সভাপতিত্বে ও ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম প্রদিপ ভটাচার্য্য সজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইয়াকুব তাজুল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম, কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে এম শাহাজালাল, ব্রাহ্মনবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম খান বাচ্চু, সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ, মতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, এম এ গনী আর্দশ কলেজের এন এম আলম, ডা দেবেন্দ্র চন্দ্র, গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নির্মলেন্দু ভটাচার্য্য পান্না, সারোয়ার আলম বেলাল, বদরুল হোসেন খান, আব্দুর রহিম, শিক্ষক জয়নাল আবেদিন, সাইফুর রহমান শাহীন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানবকন্ঠের কুলাউড়া প্রতিনিধি জসীম চৌধুরী, প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের।
অনুষ্টানে দোয়া পরিচালনা করেন, ইসলামী বক্তা সোহরাব হোসেন।