কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

 



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং কাঙালী ভোজের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক কর্মসূচি পালিত হয়।

পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় অংশ নেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম কাওসার দস্তগীর, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপিসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post