বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত মাছ গেল এতিমখানায়

 



নিউজ ডেস্কঃ লকডাউনে নির্ধারিত সময়ের বাইরে বসে মাছ বিক্রি করছিল কয়েকজন। এতে লোক সমাগম হয় প্রচুর। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। জরিমানা করেন কয়েকজনকে। এসময় মালিকবিহীন অবস্থায় ১০৩ কেজি মাছ জব্দ করা হয়। পর এগুলো স্থানীয় তিনটি এতিমখানায় দেওয়া হয়।

গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায়। এদিন আরও ৮টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা জরিমানা ও মাছ জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লকাডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মালিক না পাওয়ায় ১০৩ কেজি মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয়দের উপস্থিতিতে এতিমখানায় দেওয়া হয়েছে।’

এদিকে রোববার বিকেলে বড়লেখা উপজেলার কাঁঠালতলী, পাখিওয়ালা চৌমুহনী ও ছেরীগুল এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।

Post a Comment

Previous Post Next Post