মৌলভীবাজারে ৭ দিনে ৫৪০ জনের করোনা শনাক্ত

 



নিউজ ডেস্কঃ প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী মৌলভীবাজার জেলায় বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। সীমান্তবর্তী এ জেলার গ্রাম এলাকার প্রতিটি ঘরে এখন জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ঠসহ করোনার উপসর্গের রোগির সংখ্যা ক্রমেই বাড়ছে। মাস খানেক আগেও এজেলার গ্রাম এলাকায় ঢালাও ভাবে করোনার উপসর্গে আক্রান্ত রোগির সংখ্যা তেমন চোখে পড়েনি। যেমনটি এখন দিন দিন বাড়ছে। এখন বলতে গেলে শহরের চাইতে গ্রাম এলাকায়ই সংক্রমণ বেশি। গ্রাম এলাকায় স্বাস্থ্য সচেতনতা, করোনাকালীন স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা বললেই চলে। গেল প্রায় ১৫-২০ দিন থেকে জেলা জুড়ে করোনা সক্রমণের হার ঊর্ধ্বমুখী। এ পর্যন্ত জেলায় সর্বোচ্চ একদিনে ১৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্র থেকে জানা যায় গেল ৭ দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৪০ জন। শনাক্তের হার ৪৪ শতাংশ। এই সাতদিনে করোনাকে জয় করেছেন ৯০ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ১৬ শতাংশ। অপরদিকে মারা গেছেন ৪ জন। জেলায় এপর্যন্ত ৩৬৯১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪০ জন। তবে বেসরকারী  পরিসংখ্যানে মারা গেছেন ৬৪ জন।

Post a Comment

Previous Post Next Post