নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় ১লা জুলাই, বৃহষ্পতিবার নতুন করে একদিনে মোট ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৯ জুন ১৪ জনের সন্দেহজনক করোনার নমুনা সংগ্রহ করা হয়েছিলো এদের মধ্য থেকে এই ৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
হাসপাতাল সুত্রে জানা যায়, কুলাউড়ায় নতুন করে যে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এদের মধ্যে গিয়াসনগর ২ জন, আলাপুর ২ জন, বাদে মনসুর ২ জন, হেলাপুর ১ জন, নন্দননগর ১ জন এলাকার বাসিন্দা এবং হীড বাংলাদেশ এর ষ্টাফ ১ জন।