কুলাউড়ায় করোনায় আরও ১ জনের মৃত্যু

 



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় মরণব্যাধি করোনার সাথে যুদ্ধ করে শেষতক হেরে গেলেন সুমন আহমদ লেবু মিয়া নামক এক যুবক। রোববার সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকল মিয়ার ছেলে সুমন আহমদ লেবু মিয়া গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার ৪ জুলাই সকাল ১০ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর সংবাদে হোসেনপুরসহ পুরো কাদিপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে গত দুইদিনে করোনা আক্রান্ত হয়ে কুলাউড়ার ৩ জন মৃত্যুবরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার।

Post a Comment

Previous Post Next Post