অবশেষে মৌলভীবাজারে গ্যাস ও পেট্রোল পাম্প চালু



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার অবশেষে চালু হয়েছে গ্যাস ও পেট্রোল পাম্পগুলো। সোমবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় এ সমস্যার সমাধান হয়েছে।

মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী মনোয়ার আহমেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন। ফলে জেলাজুড়ে সকল গ্যাস ও পেট্রোল পাম্পের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তিনি জানান, ২১ ঘণ্টা পর আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এখন জেলার সকল গ্যাস ও পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি ও জরুরি সেবাদানকারী গাড়ি ছাড়া কাউকেই গ্যাস ও পেট্রোল দেয়া হচ্ছে না।

এ আগে রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল-সিলেট রোডস্থ মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে গ্যাস দেয়ার অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যদিও ফিলিং স্টেশন কর্মচারীরা বলছেন, সিএনজিতে অসুস্থ গর্ভবতী নারী থাকায় গ্যাস দেয়া হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post