নতুন করে স্বপ্ন দেখিয়ে ছায়া দল আবার ছায়া না হয়ে যায় !


নৌমি: হটাৎ খানিকটা তোড়জোড় করেই ঘোষণা এসেছিল বাংলাদেশ ক্রিকেট দলের ছায়া দল বাংলা টাইগার্সের। বিসিবি পরিচালক ছায়া দল সম্পর্কে জানিয়েছেন বিশারদ ভাবে। জাতীয় দল থেকে বাদ পড়ারা ছাড়াও ইনজুরিতে ভোগা এবং জাতীয় দলের সিঁড়িতে অপেক্ষমানদের জন্য দারুন মঞ্চ হতে পারে এই ছায়া দল।

একবার দল থেকে বাদ পড়লে ফিরে আসার লড়াইটা সাধারণত দ্বিগুণই হয়। অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খায় পারফরম্যান্স, কনফিডেন্স। বিসিবির মতে এই ফিরে আসার পথটাই প্রসস্থ করবে বাংলা টাইগার্স। দেশি কোচদের মাধ্যমে কোচিং, দেশ-বিদেশে খেলার সুযোগ করা, জাতীয় দলের মতোই অনুশীলনের সুযোগ দেওয়া, নিয়মিত পর্যবেক্ষণে রাখা এমন অনেক কিছুই এসেছে পরিচালকদের বয়ানে।

যদি সবকিছু ঠিকঠাক চলে তবে ইমরুল, নাসির, সাব্বির, বিজয়, শফিউল, সানি, আশরাফুল এমন অনেককে নতুন রূপে জাতীয় দলের স্বপ্ন দেখাবে এই ছায়া দল। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে যাওয়া ক্রিকেটারদের জন্য প্রাপ্তির গল্প হতে পারে এই দল। এখন হতে তো পারে অনেক কিছুই কিন্তু আদৌ কি হবে? বিসিবি পরিচালক কাজী ইনাম বলেছিলেন বঙ্গবন্ধু ডিপিএল টি-টুয়েন্টির পরই কার্যক্রম শুরু করবে বিসিবি ছায়া দল বাংলা টাইগার্স। ডিপিএল ইতিমধ্যে সমাপ্তি হয়েছে। কতদূর এগুলো বাংলা টাইগার্সের কার্যক্রম? আসলে কতদূর এগুবে ছায়া দলের কার্যপ্রণালী!

এমন সংশয় যে সবকিছু জুড়েই থেকে গেছে আজীবন। নইলে কি ক্রিকেটারদের আন্দোলনে দাঁড়াতে হয়! এবার শুধু অনুরোধ থাকবে বিসিবি 'এ' দল, হাই পারফরম্যান্স স্কোয়াডের মতো ছায়া দলও কেবল ছায়া না হয়ে থাকুক। এই দল নিয়ে যে ইতিমধ্যে জাতীয় দলের স্বপ্ন দেখতে শুরু করেছে অনেক ঝড়তে পড়া তারারা।।

Post a Comment

Previous Post Next Post