মাঝ সাগরে দাউ দাউ করে জ্বলছে আগুন



অনলাইন ডেস্কঃ সমুদ্রের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। গোলাকার এলাকা জুড়ে জ্বলতে থাকা সেই আগুন পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করছে কয়েকটি ছোট ছোট জাহাজ। নীলচে জলের উপর কমলা রঙের আগুনের দৃশ্যের একটি ভিডিও এখন ভাইরাল।

শুক্রবার আগুন লেগেছিল মেক্সিকো উপসাগরে। সেখানকার ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই লেগেছিল আগুন। মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নীচে থাকা পাইপলাইনের গ্যাস লিক করাতেই লেগেছিল এই আগুন।

পাঁচ ঘণ্টার বেশি সময়ের চেষ্টার পর এ আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পেমেক্স। সংস্থাটি জানিয়েছে, সমুদ্রের তলায় থাকা এই পাইপলাইন সে দেশের দু’টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে বলে জানিয়েছে পেমেক্স।

যদিও এ ঘটনার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই আগুনের জেরে ওই প্রকল্পের কোন ক্ষতিও হয়নি বলে জানিয়েছে ওই তেল কোম্পানিটি। তবে কেন এই আগুন লাগলো তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পেমেক্স কর্তৃপক্ষ।

সাগরের নিচের ওই পাইপলাইন পেমেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ‘কু মালুব জ্যাপ’-এর সঙ্গে সংযুক্ত। সেটি থেকে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়, যা খনিটির মোট উত্তোলনের ৪০ শতাংশ।

Post a Comment

Previous Post Next Post