কুলাউড়ায় একজন নার্সসহ ১৬ জন করোনায় আক্রান্ত

 



বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১৬ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ১ জন রয়েছেন। মঙ্গলবার (৬ জুলাই) তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

করোনাক্রান্ত ১৬ জনের মধ্যে সিনিয়র স্টাফ নার্স রুসনা বেগম, লক্ষিপুর মিশন এলাকার জাহানারা বেগম, ফটিগুলীর বঙ্গজিত সিনহা, উছলাপাড়ার মাহবুব আলম ও জান্নাত আরা খাঁন, নন্দনগরের শ্যামলী রাজিয়া আক্তার, কুলাউড়া শহরের ইসরাক হামীম মাহী, সাদেকপুরের শিরিন জান্নাতুন চৌধুরী ও ফজলুর রহমান চৌধুরী, কাদিপুরের আবু রওশন চৌধুরী, কর্মধার ফরিদ আহমদ, মনসুরের রুসনা বেগম, সমির হোসেন ও শিমাতুল জান্নাত এবং জয়চন্ডীর লায়লা বেগম ও শিপরা রানী ধরসহ ১৬ জন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত রোববার ও সোমবার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন মোট ৪৫ জন, স্যাম্পল দেয়ার ২ দিন পর মঙ্গলবার ১৬ জনের রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post