মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ১৬৬, শনাক্তের হার ৪০ দশমিক ৪৯

 



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৬৬ জন। উপসর্গ নিয়ে সদর উপজেলার কদোপুর গ্রামের আয়শা বেগম (৫৫) শুক্রবার সকাল সাড়ে ৭ টায় মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে মারা যান।

শুক্রবার (৩০ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৪১০ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৩৬৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জন সুস্থ।

নতুন শনাক্ত ১৬৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮১ জন, জুড়ীর ২২ জন, শ্রীমঙ্গলের ২৫ জন, কমলগঞ্জের ৫ জন, বড়লেখার ৩ জন, কুলাউড়ার ২৭ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৩৬৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১০৬ জনের মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ৪২ জন, জুড়ীর ৮ জন, শ্রীমঙ্গলের ১২ জন, কমলগঞ্জের ৬ জন, কুলাউড়ার ৩৫ জন ও রাজনগরের ৩ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮৯ জনে।

Post a Comment

Previous Post Next Post