এবার কি সোনালী ট্রফিটা ছুঁতে যাচ্ছে মেসিকে !



নৌমি: ১৪ বছরের অপেক্ষা, কোপা আমেরিকায় মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০০৭ সালে সর্বশেষ কোপার ফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল। সেবার আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। বদলেছে সময়, পাল্টে গেছে ক্যালেন্ডারের অনেক পাতা। মেসি খেলেছেন ৫ টি ফাইনাল। 

২০১৪ বিশ্বকাপের ফাইনালে দুর্ভাগ্যজনক হারের পর আক্ষেপ আর দীর্ঘশ্বাস ছেড়ে সোনালী ট্রফির পাশ দিয়েই ফিরে আসতে হয়েছিল মেসি বাহিনীকে। এরপর কোপার দুটি ফাইনালে হার। আর্জেন্টিনার মেসি মহাকাব্যে ট্রফির সংযোজন আর হয়ে ওঠে না। ৩৪ বছরের মেসির কোপার গল্প বোধহয় এখানেই শেষ হতে যাচ্ছে। তাই বিশ্ব যেন প্রার্থনারত রঙিন হোক মেসির শেষটা। প্রতিপক্ষও বিশ্বসেরা আরেক দল ব্রাজিল। নেইমারের ব্রাজিলও ভালোই ছন্দে রয়েছে। তারুণ্য নির্ভর এই আর্জেন্টিনাও টানা ১৯ ম্যাচ অপরাজিত। সর্বশেষ তারা হেরেছিল এই ব্রাজিলের কাছেই, আর ব্রাজিলও শেষ হেরেছিল আর্জেন্টিনার কাছে। যার পরিপ্রেক্ষিতে এক জমজমাট ফাইনালের আশায় বিভক্ত ফুটবল বিশ্ব। লড়াইয়ের মাঠে কোনো ছাড় হয় না। বন্ধু নেইমার চেয়েছিল মেসির আর্জেন্টিনা ফাইনাল খেলুক। ফুটবল বোদ্ধারা জানে মেসি একটা ট্রফির কতোটা দাবিদার। এতোসব পরিসংখ্যান, হিসেব নিকেশ, সবকিছু পাশ ফেলে মেসিরা হেরে যায় ভাগ্যের কাছে বারবার। দেশের হয়ে ১৫০ টি ম্যাচ, অনেক অর্জন, দেশকে দুহাত ভরে দেওয়া সবকিছুই যেন সাদা কালো হয়ে যাচ্ছে একটা ট্রফির কাছে। সোনালী ট্রফিটাও যেন মেসির অপেক্ষায়। মেসি তুমি জাদুকর। তোমার বা পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে থাকে বিশ্ব। কোপার শেষ মঞ্চে তোমার খালি হাত কাঁদাবে লক্ষ ভক্তকে। এই সবকিছুর সমাধান মিলবে ১১ তারিখ সকাল ছয়টায় ব্রাজিল -  আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে। আকশি সাদার জার্সিতে এই জয়টা তোমারই হোক মেসি, একটা ট্রফি যেন তোমার প্রাপ্য জাদুকর।।

Post a Comment

Previous Post Next Post