কুলাউড়ায় কিশোরের মরদেহ উদ্ধার

 



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় আশরাফ উদ্দিন রাহিম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) সকালে তার লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সে উপজেলার বরমচাল ইউনিয়েনের মাধবপুরের ওসমানপুর গ্রামের জাহাঙ্গীর উদ্দিনের ছোট ছেলে রাহিম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাহিম নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সাথে  রশি দিয়ে গলায় ফাঁস দেন। অনেক্ষণ তার কোন সাড়াশব্দ না পেয়ে বড় ভাই ফাহিম ও পিতা জাহাঙ্গীর উদ্দিন ঘরে দরজা খুলে দেখতে পান ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহিম।  

তাকে উদ্ধার করে রাত ১২ টার দিকে কুলাউড়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান তারা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ও থানা পুলিশকে অবগত করেন। হাসপাতালে গিয়ে রাহিমের মরদেহের সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপ পরিদর্শক (এস আই) বিদ্যুত পুরকায়স্থ।

Post a Comment

Previous Post Next Post