২০২৭ সালের বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ

 



স্পোর্টস ডেস্ক: আরও একটি ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন গুঞ্জনই দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে।  হয়তো আগামী বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হতে পারে।

সোমবার সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, এখনও কোনো কিছু নিশ্চিত নয়।  বিশ্বকাপ আয়োজনের আগ্রহ যে কোনো দেশের থাকতেই পারে। অনেকে হয়তো বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদনও করবে। 

এক প্রশ্নের জবাবে সুজন বলেন, আমরা আবেদন করব কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আইসিসি কোনো দেশকে বিশ্বকাপ আয়োজনের অনুমতি না দেওয়ার আগে বলা মুশকিল।

সম্প্রতি আইসিসি ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করার পর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে বাংলাদেশের।

২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি। এবার মূল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় দেশের ক্রিকেট বোর্ড।

Post a Comment

Previous Post Next Post